সদ্য প্রবাসফেরত চার ব্যক্তি হোম কোয়ারেন্টাইন না মেনে বিয়ে ও খতনার অনুষ্ঠানে যোগ দেন
হোম কোয়ারেন্টাইন না মেনে বিয়ে ও সুন্নাতে খৎনার অনুষ্ঠানে যোগ দেন প্রবাসফেরত চার ব্যক্তি। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে কল দিয়েছেন তাদেরই এক প্রতিবেশী।
শুক্রবার (২০ মার্চ) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর দক্ষিণ উপজেলার ওই এলাকায় দুইটি বিয়ে ও একটি সুন্নতে খৎনার অনুষ্ঠান চলছিলো। এ সময় একই এলাকার সদ্য প্রবাসফেরত চার ব্যক্তি হোম কোয়ারেন্টাইন না মেনে বিয়ে ও খতনার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এ ঘটনায় মানায় ৯৯৯ নম্বরে কল দেন তাদেরই এক প্রতিবেশী। খবর পেয়ে সদর দক্ষিণ থানাস্থ ইপিজেড ফাঁড়ি পুলিশ তাদের বাড়ি পৌঁছে।
ইপিজেড ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাঈনুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা তাদের বাড়ি বাড়ি যাই। কোয়ারেন্টাইন কি, তা কেন করতে হবে এ বিষয়ে অবগত করি। যদি তা না মানা হয়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। যারা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদের বুঝিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। তাদের বলেছি, জমায়েত না হয়ে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য। দেশের বর্তমান অবস্থায় সরকারে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।
মতামত দিন