যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনও দেশ থেকে যাত্রী আনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ সরকার
ইউরোপ থেকে ৩০৪ যাত্রী নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। ওই ফ্লাইটে ইতালির ৬৮ জনসহ ইউরোপের মোট ৯৫ জন যাত্রী ছিল।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। যদিও যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনও দেশ থেকে যাত্রী আনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ সরকার।
এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, মানবিকতার খাতিরে ফ্লাইটটিকে বাংলাদেশে অবতরণ করতে দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান ঢাকা ট্রিবিউনকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতে ফ্লাইটটিকে অবতরণ করতে দেওয়া হয়েছে। এরপর ইউরোপের আর কোনো ফ্লাইটকে পূর্বের অনুমতি ছাড়া নামতে দেওয়া হবে না।
কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি ইতালি থেকে ছেড়ে এসেছে বলে জানান বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ। ফ্লাইটটি কাতারে ট্রানজিট নেয়।
তিনি আরও জানান, ফ্লাইটের যাত্রীদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাদের উপসর্গ না থাকলে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এর আগে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে রবিবার (১৫ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপ থেকে যাত্রী আনতে পারবে না কোনো এয়ারলাইনস।
মতামত দিন