অভিযুক্ত মুনসুর হেলাল ওরফে শাফু মাস্টার ভোলার দৌলতখান দক্ষিণ জয়নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ছবি দেওয়া ও বিরূপ মন্তব্য করায় ভোলায় মুনসুর হেলাল নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ দুপুরে) তাকে গ্রেপ্তারের পর শুক্রবার (১৩ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত মুনসুর হেলাল ওরফে শাফু মাস্টার ভোলার দৌলতখান দক্ষিণ জয়নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুনসুর হেলাল তার “এমএস সাফি” নামে ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ছবিসহ বিভিন্ন পোস্ট দেয়।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে দৌলতখান দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী হাওলাদারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করে পোস্ট দেওয়ার অপরাধে মুনসুর হেলালকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে ভোলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মতামত দিন