টিপু মুনশি বলেন, 'আমরা কতো কিছুই এখন খাচ্ছি। এক সময় আমরা কচুর লতি খেতাম না। এখন আমরা তো খাচ্ছি'
কচুরিপানা খাওয়া যায় কিনা-তা নিয়ে পরীক্ষা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, "আমরা কতো কিছুই এখন খাচ্ছি। এক সময় আমরা কচুর লতি খেতাম না। এখন আমরা তো খাচ্ছি। একইভাবে মাশরুমকে আমরা বলতাম, ব্যাঙের ছাতা। এখন, এসবই তো ভালো খাবার। পরিকল্পনামন্ত্রী কচুরিপানা খাওয়ার ব্যাপারে যা বলেছেন সেটা খারাপ কিছু বলেননি। কারণ, এখন আমরা অনেক কিছুই খাচ্ছি।"
মন্ত্রী বলেন, "আমি তো কচুরিপানা খাওয়ার ব্যাপারে সংসদে কথা বলেছি। কচুরিপানা খাওয়ার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। যদি বোঝা যায় এর ফুড ভ্যালু আছে তা হলে আমরা দেখবো।"
তিনি আরও বলেন, আসন্ন রমজানে পেঁয়াজের সংকট হবে না। এখন একটু দাম বেশি থাকলেও আগামী মাসের মাঝামাঝি দেশের পেঁয়াজ বাজারে চলে আসলে দাম কমে আসবে। তাছাড়া বিকল্প আরও প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। পাশাপাশি অন্যন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে বাড়ে সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন