'শুধু শামীমা নয়, জঙ্গি সংশ্লিষ্ট কাউকেই বাংলাদেশে গ্রহণ করা হবে না'
সন্ত্রাসবাদী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এক সদস্যের স্ত্রী এবং "আইএস বধূ" হিসেবে পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগমকে বাংলাদেশ গ্রহণ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের মানিকপীর টিলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে "মোয়াজ্জেম ফাতেমা ট্রাস্টের বৃত্তি প্রদান" অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. এ কে আবদুল মোমেন বলেন, "শামীমা বাংলাদেশে আসতে চাইলে আমরা তাকে আসতে দেবো না। শুধু শামীমা নয়, জঙ্গি সংশ্লিষ্ট কাউকেই বাংলাদেশে গ্রহণ করা হবে না।"
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "ওই মেয়ে ব্রিটিশ নাগরিক। তার বাবা-মাও ব্রিটিশ। দাদা-নানারাও ব্রিটিশ। তার বাংলাদেশের সিটিজেনশীপ নেই। এমনকি তার পরিবার কখনও তার সিটিজেনশীপ চায়নি এবং সে কখনও বাংলাদেশ দেখতেও আসেনি।"
এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, "চীনে থাকা কোনো বাংলাদেশী এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত নন। এটা একটা সুখবর। চীনে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে দেশে আনার ব্যবস্থা করা হবে।"
মোয়াজ্জেম-ফাতেমা ফাউন্ডেশন চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও শাহাদাত বখত শাহেদ ও কামাল আহমদ ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
মতামত দিন