তিন দিন আগে শিক্ষার্থী তৌফিক চীন থেকে দেশে ফিরে বাসায় যান
তিন দিন আহে চীন থেকে দেশে ফেরা এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ওই শিক্ষার্থীকে হাসপাতালে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
অসুস্থ ওই শিক্ষার্থীর নাম তৌফিক (২০)। তিনি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার আব্দুল কাদেরের ছেলে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. নারায়ণ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- করোনাভাইরাস নিয়ে পর্যটন প্রতিমন্ত্রীর বিভ্রান্তিকর তথ্য
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিন দিন আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তৌফিক চীন থেকে দেশে ফিরে আসেন। সে সময় পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯'এর সংক্রমণ পাওয়া যায়নি। মঙ্গলবার থেকে তিনি হঠাৎ করে জ্বর, সর্দি ও বুকে ব্যাথায় আক্রান্ত হন। পরে আজ দুপুর থেকে অসুস্থতা বাড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সরাসরি করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।
ডা. নারায়ণ চন্দ্র জানান, ভর্তি হওয়া শিক্ষার্থীর রক্ত-লালা সহ আরও কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
মতামত দিন