এরআগে গত ৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো সিঙ্গাপুরে এক বাংলাদেশির কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা যায়
সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি শ্রমিক করোনাভাইরাস সৃষ্ট “কোভিড-১৯” এ আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচ) নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়টির পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে এ পর্যন্ত নতুন করে আরও দুইজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশিও রয়েছেন। তবে সম্প্রতি ওই বাংলাদেশি চীনে যাননি বলেও ওয়েবসাইটে বলা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি কোভিড-১৯ এ আক্রান্ত ওই ব্যক্তিকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজেজ (এনসিআইডি) আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। এরআগে গত ৬ ফেব্রুয়ারি তার মধ্যে কোভিড-১৯ লক্ষণ দেখা যায়। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি তাকে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
এরআগে গত ৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো সিঙ্গাপুরে এক বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর জানা যায়।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১ ফেব্রুয়ারি ভাইরাসের লক্ষণ বুঝতে পেরে ওই শ্রমিক ৩ ফেব্রুয়ারি সাধারণ একটি ক্লিনিকে যান। এরপর ৫ ফেব্রুয়ারি যান চেঙ্গি জেনারেল হাসপাতালে। ৭ ফেব্রুয়ারি বেদক পলিক্লিনিকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর তাকে চেঙ্গি জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
স্বাস্থ্যবিভাগ আরও জানায়, হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি সিঙ্গাপুরের "লিটল ইন্ডিয়া" নামক স্থানের মোস্তফা সেন্টারে ভ্রমণে গিয়েছিলেন এবং সেখানকার কাকি বুকিতের "দ্য লিও ডরমিটরিতে" অবস্থান করেছিলেন।
প্রসঙ্গত, বুধবার (১২ ফেব্রুয়ারি) চীনের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে “কোভিড-১৯” এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১শ’ ১৩ জনে বলে জানানো হয়েছে।
এছাড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বুধবার বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০০ জনে।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিশ্বব্যাপী এ ভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৯০ জন। কেবল একদিনেই তা বেড়ে ১৫১০ জন ব্যক্তির নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
মতামত দিন