ড. কামাল বলেন, ‘ভোট দিতে অনেক সময় লাগছে। জিনিসটা এত জটিল হয়েছে, যে পদ্ধতি অবলম্বন করেছে আমার আধঘণ্টা লেগেছে’
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচন পরিস্থিতি দেখে তিনি মোটেই সন্তুষ্ট নন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ড. কামাল বলেন, “ভোট দিতে অনেক সময় লাগছে। প্রথম পর্যায়ে ১০ মিনিট খুঁজে বার করতে করতে আরো একঘণ্টা সময় লেগে গেছে। জিনিসটা এত জটিল হয়েছে, যে পদ্ধতি অবলম্বন করেছে আমার আধঘণ্টা লেগেছে। অন্যরা ধৈর্য ধরে এগুলো করতে পারবে কি পারবে না সেটা নিয়ে প্রশ্ন থাকছে।”
তিনি বলেন, “এখন আড়াই ঘণ্টার মধ্যে ১০০ রকম ভোট হয়েছে যেখানে ভোট ভোটার সংখ্যা হচ্ছে ২৬০০ জন। সকালে না আসলেও ১০টার পর থেকেই মা ভোটারদের আসা শুরু হয় কিন্তু এপর্যন্ত সেরকম ভোটার উপস্থিতি দেখছি না।”
ভোটার উপস্থিতিতে আপনি সন্তুষ্ট কিনা, জানতে চাইলে কামাল হোসেন বলেন, উপস্থিতি দেখে মোটেই সন্তুষ্ট নন তিনি। মানুষ ভোট দিতে পারছে না বলেও মনে করেন তিনি।
বিএনপি’র পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ করা হচ্ছে যে তাদের এজেন্টের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে এবিষয়ে তিনি বলেন, “অভিযোগগুলো আমাদের কাছেও আসছে। ভোট দিতে অসুবিধা হচ্ছে, সময় বেশি লাগছে এজেন্টের বের করে দেওয়া হচ্ছে এই অভিযোগগুলো আমরা পাচ্ছি।”
ইভিএম’এ জনগণের রায় প্রতিফলিত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, “এটা পরে রেজাল্ট দিলে বুঝবেন সেটা বোঝা যাবে পরে এখনো এটা বোঝা কঠিন।”
মতামত দিন