অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে শিকারীরা হরিণ শিকার করে মাংস বিক্রি করে থাকে। যা সুন্দরবনের প্রাণী রক্ষার ক্ষেত্রে হুমকি হিসেবে দেখা দিয়েছে
বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের দাকোপ এলাকা থেকে হরিণের ৫০ কেজি মাংস, ৩টি চামড়া ও ১টি মাথা জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালিত হয় বলে শুক্রবার জানিয়েছে কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুলাহ-আল-মাহমুদ ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন “নলিয়ান” এর একটি টহল দল দাকোপ থানার ছোট কুমড়াকাঠি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে জবাই করা হরিণের ৫০ কেজি মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাংস, চামড়া ও মাথা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শিবসা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে শিকারীরা হরিণ শিকার করে মাংস বিক্রি করে থাকে। যা সুন্দরবনের প্রাণী রক্ষার ক্ষেত্রে হুমকি হিসেবে দেখা দিয়েছে। কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকায় এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মতামত দিন