বার্ষিক এই বিতর্ক প্রতিযোগিতায় ৯৬টি দল অংশ নেবে
“তফাৎ হোক শিরদাঁড়ায়” স্লোগানকে প্রতিপাদ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী ইভ্যালি “জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব-২০২০”। অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) প্রতিষ্ঠাকালীন সভাপতি আবদুল্লাহ আহমেদ চৌধুরী মামুন।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সাংবাদিক সমিতির কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেইউডিও’র প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি হাসান মাহমুদ সম্রাট।
বার্ষিক এই বিতর্ক প্রতিযোগিতায় এবার ৯৬টি দল অংশ নেবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্রাট বলেন, সারাদেশে মোট ৩২ টি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ৯৬ টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, ৭ ফেব্রুয়ারি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, ৮ ফেব্রুয়ারি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা এবং ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।
এই প্রতিযোগিতা অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন জেইউজিও’র সভাপতি তাজরি হোসেন তন্বী।
মতামত দিন