বানরটির হাত ও একটি পা মারাত্মক জখম হয়েছে
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভেতর দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে একটি সাদা বানর আহত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন লাউয়াছড়া বিট অফিসার মো.আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার রাত ৯টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ডলুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বানরটির হাত ও একটি পা মারাত্মকভাবে জখম হয়েছে। আহত বানরটিকে বনবিভাগ উদ্ধার করে পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে বিট অফিসে রাখা হযেছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে লাউয়াছড়া এলাকার ডলুছড়া নামক স্থানে একটি বানর বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগে খবর দেয়।
পরদিন শুক্রবার সন্ধ্যায় বনবিভাগ লোকজন আহত বানরটিকে উদ্ধার করে। বানরটি হাত ও একটি পা মারাত্মকভাবে ঝলসে যায়। বনকর্মীরা বানরটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছেন। বর্তমানে বানরটি বনবিভাগের হেফাজতে রয়েছে। সুস্থ হলে লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, “খবর পেয়ে লাউয়াছড়ার বিট অফিসারসহ অন্যান্যরা বানরটিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছেন। প্রতিদিন চিকিৎসা চলছে। সুস্থ হলে বানরটি বনে অবমুক্ত করা হবে।”
মতামত দিন