অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার সকালে স্ত্রী পারভীন বেগম মালেকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আব্দুল মালেক (৬০) নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার স্ত্রী।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে স্ত্রী পারভীন বেগম তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার রেইনা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুল মালেককে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেকের বাড়ি আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায়।
আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, আবদুল মালেক মদ পান করে প্রতিদিন তার স্ত্রী সন্তানকে মারধরসহ তাদের সাথে খারাপ আচরণ করেন। অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার সকালে স্ত্রী পারভীন বেগম মালেকের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ তাকে মেডিকেল টেস্ট করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত মালেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার রেইনা বলেন, “আবদুল মালেক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের কথা স্বীকার করায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।”
মতামত দিন