‘শীতকালীন অতিথি পাখি’ ব্যানারে খোলা ক্যানভাসে ডট আর্টিস্ট গ্রুপের তরুণ চিত্রশিল্পীরা ক্যাম্পাসে আগত অতিথি পাখি ও প্রাকৃতিক সৌন্দর্য তুলি ও জলরঙে তুলে ধরেন
সুদূর সাইবেরিয়াসহ বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগত অতিথি পাখি ও মনোরম প্রকৃতির সৌন্দর্য তুলি আর জলরঙ দিয়ে অঙ্কন করে প্রদর্শন করেছে “ডট আর্টিস্ট গ্রুপ” নামের একটি সংগঠন। এসব পাখি ও প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রকর্ম দেখতে ভিড় জমিয়েছে অনেকেই।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরের পাশে “শীতকালীন অতিথি পাখি” ব্যানারে খোলা ক্যানভাসে ডট আর্টিস্ট গ্রুপের তরুণ চিত্রশিল্পীরা ক্যাম্পাসে আগত অতিথি পাখি ও প্রাকৃতিক সৌন্দর্য তুলি ও জলরঙে তুলে ধরেন। বিকাল ৫টা পর্যন্ত এ সমস্ত চিত্রকর্ম প্রদর্শন করেন তারা।
ফাইজুল ইসলাম নামে একজন আয়োজক ঢাকা ট্রিবিউনকে বলেন, “ডট আর্টিস্ট গ্রুপের তরুণ শিল্পীরা সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন সৃজনশীল শিল্পচর্চার আয়োজন করে থাকে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ দিয়ে তিন দিন এ শিল্পচর্চার কাজ করছি। গত দুইদিন আমরা জাবিতে আসা অতিথি পাখিদের বিভিন্ন ছবি অঙ্কন করেছি এবং আজ তা প্রদর্শন করছি। শিল্পচর্চার মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য এবং রূপবৈচিত্র্য রং-তুলির ছোঁয়ায় সবার কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। এ জন্যই আমরা এখানে একত্র হয়ে অতিথি পাখিদের উড়ে বেড়ানো ও প্রাকৃতিক দৃশ্যের বিভিন্ন ছবি প্রদর্শন করে আমাদের শিল্পীর মনোভাব প্রকাশ করছি।”
প্রসঙ্গত, গত সোম (২৩ ডিসেম্বর) ও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডট আর্টিস্ট গ্রুপের তরুণ চিত্রশিল্পীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন চিত্রকর্ম অঙ্কনের আয়োজন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত প্রায় ৩০ জন তরুণ চিত্রশিল্পী এ চিত্রকর্ম অঙ্কনে অংশ নিয়েছিলেন।
মতামত দিন