ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য আহতরা ভাল আছেন বলেও জানান তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য আহতরা ভাল আছেন। খুব শীঘ্রই তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ তথ্য দেন তিনি।
এরআগে সোমবার সন্ধ্যায় ভিপি নুরসহ অন্য আহতদের চিকিৎসায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, রবিবার দুপুরে ডাকসুতে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের সাথে বৈঠক করার সময় হামলার শিকার হন নুরুল হক। হামলায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরাও আহত হন। ছাত্রলীগের একাংশ ও মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন কর্মী তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এঘটনায় হামলার ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মতামত দিন