আগামী ২২ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে
সচিবালয় এলাকাকে “নো হর্ন জোন” হিসেবে কার্যকর করার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের সচেতনতামূলক কার্যক্রমের আওতায় প্রথম দিন ৭টি গাড়ি ও ৮টি মোটরসাইকেল চালককে সতর্কতামূলকভাবে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশরাফ।
আগামী রবিবার (২২ ডিসেম্বর) থেকে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা বা “নো হর্ন জোন” হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ধারা ৮ (২) অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে অপরাধী অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
মতামত দিন