এ ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে পুলিশ
যশোরের সদর উপজেলার মুনসেফপুরে মাটির নিচে পুঁতে রাখা একটি কলস থেকে ৩৪৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) গুলিগুলো উদ্ধার করা হয় বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়।
যশোর কোতয়ালী থানা পুলিশ জানায়, মুনসেফপুরের ইয়াকুব আলীর ছেলে আবু ইসহাকের জমিতে ঘের তৈরির জন্য বুধবার মাটি কাটার কাজ চলছিল। মাটি কাটার এক পর্যায়ে শ্রমিকরা মাটির নিচে থাকা একটি কলসে ৩৪৬ রাউন্ড গুলি দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হলে স্থানীয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোর্তজা সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জমান জানান, "গুলিগুলো উদ্ধারের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গুলিগুলোর উৎসের ব্যাপারে অনুসন্ধান চালানো হচ্ছে।"
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, "১৯৯৭ সালে মুনসেফপুর এলাকায় সন্ত্রাসী বাহিনীর দাপট ছিল। তারা অস্ত্র ও গুলির ব্যবসা করত। ১৯৯৮ সালের দিকে ওই বাহিনী প্রধান আসাদ মারা যায়। ধারণা করা হচ্ছে, ওই গুলিগুলো আসাদ বাহিনীর।"
মতামত দিন