‘এসব ভাটাগুলো সনাতন পদ্ধতিতে ইট তৈরির মাধ্যমে মারাত্মকভাবে পরিবেশ দূষণ করে আসছিল’
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে পাঁচটি ইটাভাটা বন্ধ ও ২০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোল্লাকান্দি গ্রাম, উত্তর গোয়াখালি গ্রাম, লতব্দি গ্রামের অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজীদ আহমেদ এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, মেসার্স মোল্লা ব্রিকসকে ৮ লাখ টাকা, আকাশ ব্রিকসকে ৫ লাখ টাকা, মায়ের দোয়া ব্রিকসকে ৫ লাখ টাকা এবং খোরশেদ মাদবর ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, “এসব ভাটাগুলো সনাতন পদ্ধতিতে ইট তৈরির মাধ্যমে মারাত্মকভাবে পরিবেশ দূষণ করে আসছিল। এছাড়া এদের বৈধ কাগজপত্র নেই। এসকেভেটর দিয়ে একটি ইটভাটাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বাকিগুলো পানি ছিটিয়ে ইট, কাঁচামালসহ সব বিনষ্ট করে দেওয়া হয়। এসব ইট ভাটা আর চালানো যাবে না।”
মতামত দিন