ঘটনাস্থল থেকে কিছু আঠা জাতীয় মাদক উদ্ধার করেছী পুলিশ
নরসিংদীতে আরিফ মিয়া (২৪) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭ ) সকালে সদর উপজেলার ভগিরথপুর এলাকার পাকিজা স্পিনিং মিল লিমিটেডের কারখানার পেছন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন শেখেরচর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ।
মাদক সেবন করে মাতাল অবস্থায় কারখানার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত আরিফ মিয়া মাধবদী উপজেলার দরদরিয়া এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, পাকিজা স্পিনিং মিলের ড্রপার শ্রমিক হিসেবে কাজ করতেন আরিফ। বুধবার রাতে সহকর্মীদের নাইট শিফটের ডিউটির কথা বলে বেরিয়ে যান তিনি। পরদিন বৃহস্পতিবার সকালে কারখানার পেছনে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন কারখানার শ্রমিকরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই তানভীর আহমেদ ঢাকা ট্রিবিউনকে বলেন, "প্রাথমিক সুরতহাল ও ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে যে মাদক সেবনের পর বেসামাল হয়ে ছাদ থেকে পড়ে যান আরিফ। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কারখানার ছাদ থেকে কিছু আঠা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।"
মতামত দিন