শনিবার ভোর ৬টার দিকে টেকনাফের লম্বরী মৎস্যঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আনুমানিক বয়স ১৮ থেকে ২২ বছর। তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের বাসিন্দা
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ছয় রোহিঙ্গা তরুণ-তরুণীকে উদ্ধার করেছেন কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা।
শনিবার (১৯ অক্টোবর) ভোর ৬টার দিকে টেকনাফের লম্বরী মৎস্যঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আনুমানিক বয়স ১৮ থেকে ২২ বছর। তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের বাসিন্দা।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকা থেকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে সদর ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যরা চার নারী ও দুই পুরুষ রোহিঙ্গাকে উদ্ধার করেন। পরে তাদের টেকনাফ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মতামত দিন