মাদক সেবনের টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের লোকদের সাথে দুর্ব্যবহার করতেন
জামালপুরের সরিষাবাড়ীতে মাদক সেবনের টাকা না পেয়ে রুবেল মিয়া (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কামরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, রুবেল মিয়া মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের লোকদের সাথে দুর্ব্যবহার করতেন। রবিবার দুপুরে রুবেল মিয়া তার বাবা বাবলু মিয়ার কাছে মাদক কেনার জন্য টাকা চান। দিনমজুর বাবা সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুবেল। খবর পেয়ে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, "রুবেল মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দাঁয়ের করা হয়েছে।"
মতামত দিন