তাদের ব্যাগ তল্লাশি করে আইফোন, স্যামসাং, শাওমি এবং নকিয়াসহ বিভিন্ন ব্রান্ডের ৩ কোটি টাকা মূল্যের ২ হাজার ২৪৬টি মোবাইল ফোন পাওয়া যায়
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই হাজার ২৪৬টি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয় বলে ইউএনবির একটি খবরে বলা হয়।
আটক তিন ব্যক্তি হলেন- ফরিদপুরের আক্তার হোসেনের ছেলে মো. সুজন (৪৯), রাজধানীর ডেমরা এলাকার মো. দুলাল হোসেনের ছেলে শাহরিয়ার হোসেন (৩৩) এবং ময়মনসিংহের আব্দুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (২৭)।
বিমানবন্দর আর্মড পুলিশ সূত্রে জানা যায়, সকালে চীন থেকে আসা একটি ফ্লাইটে এই তিনজন বিমানবন্দরে নামেন। তাদের ব্যাগ তল্লাশি করে আইফোন, স্যামসাং, শাওমি এবং নকিয়াসহ বিভিন্ন ব্রান্ডের ৩ কোটি টাকা মূল্যের ২ হাজার ২৪৬টি মোবাইল ফোন পাওয়া যায়।
মতামত দিন