"১৫ আগস্ট হত্যাকাণ্ডের পেছনে কারা ছিলেন তা বের করার সুযোগ আছে আমাদের...ইনশাল্লাহ কমিশন গঠন করা হবে।"
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার পেছনে কারা ছিলেন তা চিহ্নিত এবং তাদের শাস্তি নিশ্চিত করতে শিগগিরই কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, "১৫ আগস্ট হত্যাকাণ্ডের পেছনে কারা ছিলেন তা বের করার সুযোগ আছে আমাদের...ইনশাল্লাহ কমিশন গঠন করা হবে।"
মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পরামর্শ করার পর এবিশেষ কমিশনের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
মতামত দিন