রবিবার (১১ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে মানিকগঞ্জ জেলার তিনটি স্থানে গরিব ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়
মানিকগঞ্জের নদী ভাংগন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রবাসী কল্যাণ সংগঠন ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ।
রবিবার (১১ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে মানিকগঞ্জ জেলার তিনটি স্থানে গরিব ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়- হরিরামপুর থানাধীন গোপিনাথপুর উজান পাড়া ও শিবালয়/দৌলতপুর থানার জিয়ানপুর, পাচুটিয়া, বাঘুটির চরাঞ্চলের নদী ভাংগন এলাকা।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, লবণ, সেমাই, তেল ও চিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সহ সভাপতি মনির সেন্টু, সহ অর্থ বিষয় সম্পাদক সাইফুল ইসলাম ও সিনিয়র সদস্য শেক রাফি।
সভাপতি হাফিজুর রহমান হাফিজ বলেন, প্রবাসীরা শত কর্মব্যস্তার মাঝেও দেশের সামাজিক দ্বায়বদ্ধতা এড়িয়ে যায়নি, দুস্থ-অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে, আমি মনে করি আমাদেরকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হয়ে এরকম সেবামূলক কাজে অংশগ্রহণ করবে।
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দেশে গরিব অসহয় মানুষের পাশে সব সময় ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ সাধ্য মতো থাকার চেষ্টা করবে এবং আমাদের এই রকম সেবামুলক কাজ সব সময় অব্যাহত থাকবে।
তিনি এই কার্যক্রমে অংশগ্রহণ করায় সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান।
মতামত দিন