আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আদালত কয়েক দফা নির্দেশনা দিয়েছেন
পুলিশের গাড়ি রিকুইজিশনের ব্যাপারে ৯ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এতে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সি রিকুইজিশন করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষে ছিলেন আইনজীবী মোশতাক হোসেন।
পরে মনজিল মোরসেদ বলেন, এবিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আদালত কয়েক দফা নির্দেশনা দিয়েছেন। সেগুলো হলো-
মনজিল মোরসেদ বলেন,আদালত মামলাটি চলমান রেখেছেন।
উল্লেখ্য, ডিএমপি অধ্যাদেশের ১০৩ (ক) ধারার অধীনে পুলিশ গাড়ি রিকুইজিশনের বিধান নিয়ে ২০১০ সালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জনস্বার্থে এ রিট আবেদন করা হয়। এ রিটের প্রেক্ষিতে ওই বছরের ২ মে হাইকোর্ট রুল জারি করেন। এ রুলের চূড়ান্ত শুনানি করে হাইকোর্ট এ রায় দেন।
মতামত দিন