রবিবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে
বড়ভাই মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তার বাকপ্রতিবন্ধী ছোটভাই শাহানূর রহমানকে (১৮) মারধর ও ছুরিকাঘাত করেছে কয়েক মাদক ব্যবসায়ী।
রবিবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
আহতের ভাই আবু বক্কর সাংবাদিকদের বলেন, "যশোর সদরের বালিয়াডাঙ্গা আদর্শপাড়া এলাকার বাহার, রুবেল, জুয়েল ও তালেব ওই এলাকায় মাদক ব্যবসা করে। আমি তাদের মাদক বিক্রিতে বাধা দেই। এরপর তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার প্রেক্ষিতে গত ২৮ জুলাই রাতে তারা আমার ভাইকে নীলগঞ্জ ব্রিজের কাছে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে। এরপর শাহানূরকে ব্রিজের নীচে ফেলে চলে যায় তারা।"
এসময় দুর্বৃত্তরা শাহানূরের কাছে থাকা প্রতিবন্ধীভাতার চার হাজার টাকাও নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে, এ বিষয়ে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। ভুক্তভোগীর ভাই জানান তারা মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন।
মতামত দিন