এমনকি নেশার টাকার জন্য সে পরিবারের লোকজনকে মারধরসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে মাঝেমধ্যে।
মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে ছেলেকে পুলিশে দিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার এক ব্যক্তি। ভ্রাম্যমাণ আদালত নাজমুল হাসান নবীন (৩০) নামের ওই মাদকাসক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাভোগের সাজা দেয়।
সোমবার (১০ জুন) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নাজমুল হাসান নবীন উপজেলার শিয়ালকোল গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাজেদুল ইসলাম তালুকদারের ছেলে।
জানা যায়, মাদকসেবী ছেলের অত্যাচার-নির্যাতন সীমা ছাড়িয়ে গেলে বাবা সাজেদুল ইসলাম তালুকদার ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাকে নবীনকে ভূঞাপুর পৌর এলাকার শিয়ালকোলের বাড়ি থেকে আটক করে।
সাজেদুল ইসলাম তালুকদার বলেন, নবীন দীর্ঘ ১৫ বছর ধরে বিভিন্ন নেশাদ্রব্য সেবন করে আসছে। নেশার টাকার জন্য সে অশালীন আচরণ করে। এর আগেও একাধিকবার কারাভোগের পরেও না শুধরে ক্রমেই আরো বেপরোয়া হয়ে ওঠে সে। এমনকি নেশার টাকার জন্য সে পরিবারের লোকজনকে মারধরসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে মাঝেমধ্যে।
এ বিষয়ে ভুঞাপুর থানার এসআই (উপ-পরিদর্শক) টিটু চৌধুরী বলেন, স্বজনদের অভিযোগের ভিত্তিতে নবীনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
মতামত দিন