প্রথম রমজানে আছর ও মাগরিবের নামাজ এবং ইফতার রাজপথেই সম্পন্ন করেছেন আন্দোলনরত তারা।
বকেয়া পাওনা না পেয়ে মঙ্গলবার (৭ মে) বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজপথ-রেলপথে অবরোধ কর্মসূচি পালন করেছেন খুলনার পাটকল শ্রমিকরা।
রমজানের প্রথম দিন হওয়ায় এদিন তারা রাজপথেই নামাজ আদায় ও ইফতার সম্পন্ন করেন।
এ বিষয়ে শ্রমিক নেতা খলিলুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, রুটি -রুজির আন্দোলনে শ্রমিকরা রাজপথে নেমেছে। প্রথম রমজানে আছর ও মাগরিবের নামাজ এবং ইফতার রাজপথেই সম্পন্ন করেছেন আন্দোলনরত তারা।
মতামত দিন