তিন দফা সময় বাড়ানোর পরেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি জেলা প্রশাসন
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জেলা প্রশাসনে গঠিত তদন্ত কমিটি তিন দফা সময় বাড়িয়েও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি।
গত ২১ এপ্রিল (রবিবার) দ্বিতীয় দফার মেয়াদ শেষ হলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি তদন্ত কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি কেএম এনামুল করিম। ২৯ এপ্রিল পর্যন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেনি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে কমিটির প্রধান পি কে এম এনামুল করিম বলেন, তদন্তকাজ শেষ করা হলেও নানা ব্যস্ততায় প্রতিবেদন তৈরি এখনো সম্ভব হয়নি। আগামী ২-১ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করে জমা দিবেন বলে তিনি জানান।
এদিকে নিহত নুসরাতের স্বজনরা এরই মধ্যে এনামুল করিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন, নিপীড়নের ঘটনার পর প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে তিনি অভিযুক্ত এস এম সিরাজ উদদৌলার পক্ষ নিয়েছিলেন।
রাফির ভাই মাহমুদুল হাসান নোমান জানায়, “গত ২৭ মার্চ রাফিকে যৌন নিপীড়ন করার ঘটনায় মামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।”
এ বিষয়ে জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, “তদন্ত দলের প্রধান একটি প্রশিক্ষণে জেলার বাইরে অবস্থান করায় কিছুটা দেরি হচ্ছে।” অতি দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন তৈরি করে গণমাধ্যমকে এ বিষয়ে জানানো হবে বলে তিনি জানান।
গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফির ওপর যৌন হয়রানির দায়ে তার মায়ের দায়ের করা মামলায় সিরাজকে গ্রেফতার করে পুলিশ।
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় ফেনী জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি তিন দফা সময় বাড়িয়েও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি।
গত ২১ এপ্রিল (রবিবার) দ্বিতীয় দফার মেয়াদ শেষ হলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি তদন্ত কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি কেএম এনামুল করিম। ২৯ এপ্রিল পর্যন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেনি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে কমিটির প্রধান পি কে এম এনামুল করিম বলেন, “তদন্তকাজ শেষ করা হলেও নানা ব্যস্ততায় প্রতিবেদন তৈরি এখনো সম্ভব হয়নি।” আগামী ২-১ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করে জমা দিবেন বলে তিনি জানান।
এদিকে নিহত নুসরাতের স্বজনরা এরই মধ্যে এনামুল করিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন, “নিপীড়নের ঘটনার পর প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে তিনি অভিযুক্ত এস এম সিরাজ উদদৌলার পক্ষ নিয়েছিলেন।”
নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান জানায়, “গত ২৭ মার্চ রাফিকে যৌন নিপীড়ন করার ঘটনায় মামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।”
এ বিষয়ে জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, “তদন্তদলের প্রধান একটি প্রশিক্ষণে জেলার বাইরে অবস্থান করায় কিছুটা দেরি হচ্ছে।” অতি দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন তৈরি করে গণমাধ্যমকে এ বিষয়ে জানানো হবে বলে তিনি জানান।
গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফির ওপর যৌন হয়রানির দায়ে তার মায়ের দায়ের করা মামলায় অধ্যক্ষ সিরাজকে গ্রেফতার করে পুলিশ।
মতামত দিন