বাসটির ফিটনেস সার্টিফিকেটও ছিল না, চালকেরও ছিল না ড্রাইভিং লাইসেন্স, জানান মেনন।
সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ব্যক্তিগত গাড়িতে ধাক্কা দিয়েছে বলাকা পরিবহনের একটি বাস। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। সেসসময় বিমানবন্দরে যাচ্ছিলেন মেনন।
পরে ওই গাড়ির চালক ও সহযোগীকে আটক করে থানায় হস্তান্তর করে ট্রাফিক পুলিশ। বাস এবং চালক-সহকারীর কোনও বৈধ কাগজপত্র ছিল না বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রাশেদ খান মেনন ঢাকা ট্রিবিউনকে বলেন, সকালে এয়ারপোর্টে যাওয়ার পথে মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্সের কাছে পৌঁছলে বলাকা পরিবহনের একটি বাস হঠাৎ করেই গতি বাড়িয়ে তার গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। তখন বাসটি তার গাড়িকে ধাক্কা দেয়।
এরপর মেননের গাড়িচালক বাসটিকে থামিয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে বাস এবং চালকের কাগজপত্র চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। বাসটির ফিটনেস সার্টিফিকেটও ছিল না, চালকেরও ছিল না ড্রাইভিং লাইসেন্স, জানান মেনন।
এরপর বাসটির চালক আমানুল্লাহ (৩৮) এবং সহকারী দুলাল মিয়া (৫০)-কে আটক এবং বাসটিকে জব্দ করে পুলিশ।
এ বিষয়ে বনানী থানার ওসি ফরমান আলী ঢাকা ট্রিবিউনকে বলেন, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।
মতামত দিন