রবিবার রাতে এই ঘটনা ঘটে
রবিবার রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ডাবরী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সামী এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
আহত শাহীন উপজেলার মধ্য গেরুয়াডঙ্গীর আব্দুস সামাদের ছেলে। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেছে বিজিবি।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে গোলাগুলির শব্দ শুনতে পায় বিজিবি টহল দল। সকালে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের ৩৬৯নং মেইন পিলারের ২/এস ও ৩/এস-এর মাঝামাঝি স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাহিনকে উদ্ধার করেন। তাকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়।
বিজিবি অধিনায়ক লে. কর্ণেল সামী এ প্রসঙ্গে বলেন, "১৫ জনের একটি চোরাকারবারি দল তাঁরকাটার বেড়া কেটে ভারতের ১'শ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। পরে বিএসএফের ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে এলেও শাহিন গুলিবিদ্ধ হন"।
তবে, হাসপাতালে চিকিৎসাধীন শাহিনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।
মতামত দিন