একইসঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে ভোটাধিকার প্রয়োগ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচিত সবাইকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। একইসঙ্গে তিনি দীর্ঘ প্রায় আড়াই যুগ পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ধন্যবাদ জানান।
বুধবার (১৩ মার্চ) ঢাবির জনসংযোগ বিভাগের পরিচালক মাহমুদ আলম (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য। একইসঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে ভোটাধিকার প্রয়োগ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।
মতামত দিন