ভোররাতে তড়িঘড়ি করে নিহতের লাশ দাফন করা হয়
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন মো. টিপু নামে এক বাংলাদেশি রাখাল। রবিবার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত টিপু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পশ্চিম চর পাঁকার ২০ রশিয়া গ্রামের ফড়িং বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে টিপুসহ বেশ কয়েকজন রাখাল গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশ করে। রাত ১২টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ৭৮ বিএসএফ চাঁদনীচক ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মারা যান টিপু। সঙ্গীরা তার লাশ নিয়ে বাংলাদেশে ফিরে আসে।
সোমবার ভোররাতে তড়িঘড়ি করে তার লাশ দাফন করা হয় এবং এরপর থেকেই টিপুর বাড়ির লোকজন পলাতক রয়েছে বলেও জানিয়েছে স্থানীয় সূত্র।
বিএসএফের গুলিতে টিপু নামে একজনের মৃত্যুর বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন স্থানীয় পাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য দুরুল হক।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, ‘‘বিএসএফর গুলিতে এক বাংলাদেশির মৃত্যুর খবর শুনেছি। খবর পেয়ে সোমবার সকালে যার মৃত্যুর খবর শোনা গেছে তার বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। তাই এখনও বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বিজিবি।’’
মতামত দিন