'জয়-পরাজয় ঘটবে স্বল্প ভোটের ব্যবধানে'
ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী গায়ক শাফিন আহমেদ বৃহস্পতিবারের ভোটগ্রহণে দুপুরের দিকে কিছু অনিয়মের অভিযোগ করলেও সন্ধ্যায় বলেছেন, ফল যাই হোক তিনি তা মেনে নেবেন।
ভোটগ্রহণ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাফিন আরও বলেন, "ফল যাই হোক আমি তা মেনে নেব।"
"কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনে বড় ধরনের কোনো অনিয়ম হয়নি এবং জয়-পরাজয় ঘটবে স্বল্প ভোটের ব্যবধানে", যোগ করেন তিনি।
তিনি জানান, খারাপ আবহাওয়ার কারণে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বিকালের দিকে তা অনেক বেড়েছিল।
এর আগে দুপুরের দিকে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলেছিলেন জাতীয় পার্তি থেকে মনোনীত এই মেয়রপ্রার্থী। এ প্রসঙ্গে শাফিন বলেন, "যদিও দিনের শুরুতে আমার কিছুটা উদ্বেগ ছিল, কিন্তু দিন শেষে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে"।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে শাফিন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম (নৌকা), এনপিপি’র আনিসুর রহমান (আম), পিডিপি’র শাহীন খান (বাঘ) ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম (টেবিল ঘড়ি)।
মতামত দিন