গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়
রাজধানীতে এলাকা থেকে অতি উত্তেজক নেশাদ্রব্য ‘আইস’ এবং ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন- রাকিব উদ্দিন (৪৫), মো. জাকারিয়া (৩০) এবং হেলাল হোসাইন সাদ্দাম (২৫)।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম ঢাকা ট্রিবিউনকে বলেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ওইসময় তাদের কাছ থেকে ১৬০ টি ইয়াবা ট্যাবলেট এবং ৫ গ্রাম ক্রিস্টাল (দানাদার) আইস জব্দ করা হয় বলেও জানান তিনি।
নেশাদ্রব্য বিষয়ক সতর্কতামূলক প্রতিষ্ঠান অ্যালোকহল অ্যান্ড ড্রাগ ফাউন্ডেশনের মতে, ক্রিস্টাল মিথাঅ্যাম্ফেটামাইন (আইস) এক ধরনের উত্তেজনা বর্ধক ড্রাগ।
মতামত দিন