মুমূর্ষু অবস্থায় তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে
নারায়ণঞ্জের বন্দর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষককে মারধর করা হয়েছে। শুক্রবার সকালে বন্দরের ধামগড় মালামত এলাকায় এ ঘটনা ঘটে বলে ইউএনবির একটি খবরে বলা হয়েছে।
আহত আব্দুর রব হাসান (৬৫) ধামগড় মালামত এলাকার বাসিন্দা এবং কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। মুমূর্ষু অবস্থায় তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে একই এলাকার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পাঠা সামসুরের সহযোগী হোসেন হকিস্টিক দিয়ে আকস্মিকভাবে হাসান স্যারের ওপর হামলা চালায়। এ সময় হকিস্টিকের আঘাতে হাসান স্যার অজ্ঞান হয়ে যান।
শিক্ষকের পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রব হাসানের পুকুরে বিনা ভাড়ায় মাছ চাষ করেন হোসেন। পুকুরটি ভরাটের জন্য গত ১৫ দিন আগে তাকে মাছ ধরে পুকুর খালি করে দেয়ার কথা বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে হোসেন এই হামলা চালায়।
ওসি রফিকুল ইসলাম বলেন, "অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।"
মতামত দিন