সত্যের সঙ্গে যোগাযোগ স্থাপনই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য হলেও বাংলাদেশের শিক্ষার্থীরা তা থেকে অনেক দূরে
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত না হলে জাতীয় নির্বাচনের পর বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনে ‘ভোট ডাকাতির’ শঙ্কা করছে বিএনপি।
রবিবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী এ শঙ্কা প্রকাশ করেন বলে ইউএনবির একটি খবরে বলা হয়েছে।
তিনি বলেন, "মহাভোট ডাকাতির নির্বাচনের পর ভুয়া ভোটের সরকারের অনুগত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছে। দুর্দশাগ্রস্ত গণতন্ত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটুকু সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে এ নিয়ে জনমনে সংশয় রয়েছে।"
"ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত না হলে ডাকসু নির্বাচনেও মহাভোট ডাকাতির ধারাবাহিকতা থাকবে," যোগ করেন তিনি।
গত ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কেন্দ্র-ডাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ (১১ মার্চ) নির্ধারণ করে।
এর মাধ্যমে প্রায় ২৯ বছর পর বহুল প্রতীক্ষিত এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৬ জুন।
রিজভী বলেন, "শেখার স্বাধীনতা ও গবেষণার স্বাধীনতার মাধ্যমে অর্থাৎ সত্যের সঙ্গে যোগাযোগ স্থাপনই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য হলেও বাংলাদেশের শিক্ষার্থীরা তা থেকে অনেক দূরে"।
মতামত দিন