এর ফলে অনুপ্রবেশ এবং চোরাচালান রোধসহ ভারতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে বলে মনে করেন তিনি
অত্যাধুনিক লেজার প্রযুক্তি ব্যবহার করে ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম সংলগ্ন বাংলাদেশ সীমান্ত বন্ধ করা হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শনিবার (২ ফেব্রুয়ারি) আলিপুরদুয়ারে এক জনসভায় দেওয়া বক্তব্যে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, প্রাপ্ত তথ্যমতে, পশ্চিমবঙ্গেই সহিংসতার পরিমাণ বেশি। সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনায় সেখানে শতাধিক বিজেপি কর্মী নিহত হয়েছেন। সেদিকে ইঙ্গিত করে তিনি জানান, বাংলাদেশ সীমান্ত বন্ধ করতে ইতোমধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে কেন্দ্রীয় সরকার। ‘‘আসাম এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ সীমান্ত বন্ধ করতে আমরা বিস্তীর্ণ এবং অত্যাধুনিক একটি সীমান্ত ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি’’, বলেন রাজনাথ।
এর ফলে অনুপ্রবেশ এবং চোরাচালান রোধসহ ভারতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, গত বছরের মে মাসে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেছিলেন, তার রাজ্য সংলগ্ন ২৬৩ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক সীমান্ত দেয়াল তৈরির কাজ করছে কেন্দ্রীয় সরকার। গত বছরের এপ্রিল নাগাদ ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকায় সেই কাজ সম্পন্ন হয়েছিল বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। উল্লেখ্য, পাকিস্তান সীমান্তেরও কিছু জায়গায় এই অত্যাধুনিক লেজার-সম্বলিত দেয়াল বসিয়েছে ভারত।
অত্যাধুনিক এই প্রযুক্তির মধ্যে থাকছে লেজার গ্রিড, মোশন সেন্সর এবং বিশেষ ক্যামেরা। ইতোমধ্যে সীমান্তরক্ষী বাহিনীর জন্য নাইট ভিশন গগলস, অত্যাধুনিক সেন্সর এবং ফ্লাডলাইট চেয়ে আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশকারীর কোনও সঠিক সংখ্যা জানাতে না পারলেও দেশটির গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, শুধুমাত্র চিকিৎসার জন্য সেখানে যাওয়া বৈধ বিদেশি পর্যটকের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনেও উঠে এসেছে একই চিত্র। অন্যান্য যে কোনও দেশের চাইতে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে ভারতে বেড়াতে যাওয়া পর্যটকের সংখ্যাই বেশি।
বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশকারীদের দমন করা নিয়ে বিএসএফের সহিংসতা, বিশেষ করে উস্কানি ছাড়াই গুলি চালানো এবং ভারত থেকে বাংলাদেশ ফেন্সিডিল এবং গরু পাচারের ঘটনায় প্রায়ই সীমান্তে উত্তেজনা বিরাজ করে।
মতামত দিন