বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক সভা শেষে জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন
৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ‘ভোট ডাকাতি’ হয়েছে দাবি করা জাতীয় ঐক্যফ্রন্ট ঘটনার প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ এবং গণশুনানির আয়োজন।
বৃহস্পতিবার ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক সভা শেষে জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “ঐক্যফ্রন্ট স্টিয়ারিং কমিটির আজকের সভায় ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে”।
ফখরুল আরো জানান, ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের অংশগ্রহণে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
এছাড়া, ঐক্যফ্রন্ট প্রার্থী ও ভুক্তভোগী ভোটারদের অংশগ্রহণে জোটের পক্ষ থেকে ২৪ ফেব্রুয়ারি এক গণশুনানির আয়োজন করা হবে বলে জানান তিনি।
ফখরুল বলেন, “গণশুনানি কোথায় হবে তা পরে জানিয়ে দেয়া হবে”।
মতামত দিন