"বিরোধী দল হিসেবে আমরা সংখ্যায় কম হলেও সংসদকে কার্যকর রাখতে কোনও বাধা হবে না বলে আমরা মনে করি"
জাতীয় সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখার জন্য কথা বলার সুযোগ চাইলো বিরোধী দল। বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, জনগণের পক্ষে কথা বলতে আমাদের প্রত্যাশা অনুযায়ী সময় দিতে হবে। আমরা সঠিকভাবে জনগণের কথা তুলে ধরতে পারলে সংসদ প্রাণবন্ত হবে।
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে বুধবার (৩০ জানুয়ারি) স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানাতে গিয়ে এ কথা বলেন বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
তিনি বলেন, আমরা চাই সংসদ প্রাণবন্ত ও কার্যকর হোক। সংসদকে কার্যকর রাখতে হবে। বিরোধী দল হিসেবে আমরা সংখ্যায় কম হলেও সংসদকে কার্যকর রাখতে কোনও বাধা হবে না বলে আমরা মনে করি। এতে করে মানুষ সংসদের প্রতি আগ্রহী হবে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রতি আমাদের যুক্তিসঙ্গত কথাগুলো শুনে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার অনুরোধ থাকবে।
মতামত দিন