পিকনিক করে ফেরার পথে মাঝনদীতে বিকল হয়ে পড়েছিল লঞ্চটি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর এলাকায় মেঘনা নদীতে পিকনিকের উদ্দেশ্যে যাত্রা করে মাঝনদীতে বিকল হয়ে পড়া যাত্রীবাহী লঞ্চ এমভি টিপু-৬ উদ্ধার করে মেরামতের জন্য ডকে নেওয়া হয়েছে। এছাড়া পিকনিকে আসা যাত্রীদের গত রাত ২টায় নিরাপদে নারায়ণগঞ্জে পৌঁছে দেওয়া হয়েছে।
জানা যায়, শুক্রবার (২৫ জানুয়ারি) লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে কয়েকশ’ যাত্রী নিয়ে পিকনিক করতে চাঁদপুর আসে। রাতে ফেরার সময় মাঝনদীতে লঞ্চটির প্রপেলার ভেঙে যায়। এরপর থেকে কয়েক ঘণ্টা তা নদীতেই বিকল হয়ে ভাসে। পরে আরেকটি লঞ্চের সহযোগিতায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া হয়।
এমভি টিপু-৬ এর সুপারভাইজার মোস্তাফিজুর রহমান মুকুল এ প্রসঙ্গে বলেন, "আমাদের লঞ্চের প্রপেলার ভেঙে যাওয়ায় আমরা আর এগোতে পারছিলাম না। পরে খবর পেয়ে টিপু-০ লঞ্চটি এসে যাত্রীসহ টিপু-৬ লঞ্চটিকে টেনে নিয়ে যায়। যাত্রীদের নারায়ণগঞ্জে পৌঁছে দিয়ে লঞ্চ ঢাকায় চলে আসে। এখন টিপু-৬ লঞ্চটি মেরামতের জন্য ডক ইয়ার্ডে রাখা হয়েছে"।
মতামত দিন