একই দিনে সন্দ্বীপ চ্যানেলে ডুবে গেছে দুটি জাহাজ
বঙ্গোপসাগরের সন্দ্বীপ অংশে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ডুবে গেছে মালবাহী দুটি লাইটার জাহাজ।
বাংলাদেশ লাইটার ভেসেল শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সন্দ্বীপ চ্যানেলের ভাষাণচর এলাকায় ডুবে যায় 'এমভি খাজাবাবা ফরিদপুরি' নামের একটি জাহাজ।
সংগঠনটির সাধারণ সম্পাদক নবী আলম ঢাকা ট্রিবিউনকে জানান, "গম নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল এমভি খাজাবাবা ফরিদপুরি নামের ওই জাহাজটি। অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে সেটি ডুবে যায়। ডুবে যাওয়ার সময় একজন বাদে জাহাজটির সব নাবিককে উদ্ধার করেছে পাশে থাকা নৌ-যানগুলো।
এদিকে, কোস্টগার্ড জানিয়েছে, দুপুর ২.৩০টার দিকে ভাষাণচরেই ডুবে গেছে এমভি এন ইসলাম নামের আরেকটি জাহাজ।
কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সাইফুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে জানান, এমভি এন ইসলামের ১৩ নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
অন্য একটি লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষ ভুট্টাবাহী জাহাজটি ডুবে যায় বলে আরও জানিয়েছেন তিনি।
মতামত দিন