কিভাবে আগুন লাগলো তা বলতে পারছেন না বাড়ির মালিক
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বনগ্রামে আগুনে পুড়ে গেছে এক কৃষকের ঘর। ছাই হয়ে গেছে বিদেশ যাওয়ার জন্য জমিয়ে রাখা টাকা।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লাগলো তা বলতে পারছেন না বাড়ির মালিক সেলিম মোল্লা।
ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
সেলিম মোল্লা জানান, অগ্নিকাণ্ডে তার বসতঘরসহ ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র এবং বিদেশে যাওয়ার জন্য রক্ষিত ৬৭ হাজার টাকা পুড়ে গেছে। স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকবেন তা নিয়ে তিনি এখন খুবই চিন্তিত।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ক্ষতির পরিমাণ তারা জানাতে পারেনি।
মতামত দিন