দুর্ঘটনার সময় ভেঙে যাওয়া জানালার কাচে আহত হয়েছেন রানি এবং কল্যাণ ও স্বাগতা গাড়ির মধ্যে ছিটকে পড়েন
আবারো সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। শনিবার (১২ জানুয়ারি) শুটিংয়ের কাজে গোপালগঞ্জ যাওয়ার পথে মাওয়া রোডে যাত্রীবাহী একটি বাস শিল্পীদের একটি মাইক্রোবাসে ধাক্কা দেয় বলে ব্বাংলা ট্রিবিউনের একটি খবরে বলা হয়েছে।
এসময় মাইক্রবাসে ছিলেন অভিনেতা কল্যাণ কোরাইয়া, স্বাগতা, অ্যালেন শুভ্র, তানভীর, রানি আহাদসহ আরও কয়েকজন।
দুর্ঘটনার সময় ভেঙে যাওয়া জানালার কাচে আহত হয়েছেন রানি। এছাড়া কল্যাণ ও স্বাগতা গাড়ির মধ্যে ছিটকে পড়েন। এতে মেরুদণ্ডে ও পিঠে বেশ আঘাত পেয়েছেন কল্যাণ।
অভিনেতা কল্যাণ দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, "সামনের দিক থেকে আসা যাত্রীবাহী বাস আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় ধাক্কাটা দেয়। এতে পেছনের দিকের জানালা ও কাচ ভেঙ্গে যায়। গাড়িটা কোনোমতে ব্যালেন্স করে আমরা রাস্তার পাশে দাঁড়াতে সক্ষম হই। এটা যদি আমাদের সামনের দিকে লাগত, তাহলে খুব ভয়াবহ ঘটনা হতো। আমি জানালার পাশের সিটে থাকায় পিঠে প্রচণ্ড ব্যথা পেয়েছি"।
জানা গেছে, দুর্ঘটনার পর অভিনেত্রী স্বাগতা পুলিশের হেল্প লাইন '৯৯৯' -এ ফোন করে সাহায্য প্রার্থনা করেন। এরপর পুলিশ গিয়ে বাসটি জব্দ করে।
অভিনেতা-অভিনেত্রীরা এখন মাওয়া ফেরিঘাটে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। গোপালগঞ্জ পৌঁছে তারা মেডিকেল চেক আপ করাবেন বলে অভিনেতা কল্যাণ কোরাইয়া জানিয়েছেন।
মতামত দিন