বার পাঠ্যপুস্তক উৎসবে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ কপি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ, যেখানে বছরের প্রথম দিনেই সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। পৃথিবীতে পাঠ্যপুস্তক বিতরণের এমন উদাহরণ আর নেই। এক্ষেত্রে বাংলাদেশ সফল হয়েছে। এসময় তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বর্তমানকে উজাড় করে দিতে হবে।
মঙ্গলবার (১ জানুয়ারি) রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের কেন্দ্রীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা ইউএনবি'র খবরে বলা হয়, প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, ২০১০ সাল থেকে আমরা বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই দিয়ে আসছি, এর কোনও ব্যতয় ঘটেনি।
তিনি আরও বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হয়েছে। এবার পাঠ্যপুস্তক উৎসবে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ কপি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ২০১০ সাল থেকে ২০১৯ পর্যন্ত মোট ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২টি বই বিতরণ করা হয়েছে।
নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৫টি ভাষায় বই বিতরণ করা হবে। গত তিন বছর ধরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই বিতরণ করা হচ্ছে।
শিক্ষার গুণগত মানকে বিশ্বমানে উন্নীত করতে শিক্ষক-অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বর্তমানকে উজাড় করে দিতে হবে।’
পরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাছিবুর রহমান।
মতামত দিন