'নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নিরাপত্তা বাহিনী ভালো নির্বাচনী পরিবেশ সৃষ্টি করেছে'
পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মনিপুরীপড়ার বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, "নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নিরাপত্তা বাহিনী ভালো নির্বাচনী পরিবেশ সৃষ্টি করেছে।"
বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা করার সৃষ্টি করছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণকে তাদের গুজবে বিশ্বাস না করার আহ্বান জানান।
ভোটারদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "নিরাপত্তা বাহিনীগুলো যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। জনগণ উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে এবারের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবে"।
মতামত দিন