নিষেধাজ্ঞা থাকলেও এখনও কিছু কর্মকর্তা কর্মচারী গাড়িতে দুদকের লোগো ব্যবহার করছে
গাড়িতে প্রতিষ্ঠানের লোগো ব্যবহার না করতে আবারও কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৬ সালে প্রথমবারের মতো ব্যক্তিগত ও অফিসিয়াল গাড়িতে কমিশনের লোগো ব্যবহার না করতে কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।
দুদক সূত্রের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, নিষেধাজ্ঞা থাকলেও এখনও কিছু কর্মকর্তা কর্মচারী গাড়িতে দুদকের লোগো ব্যবহার করছে। লোগোর ব্যবহার বন্ধে কমিশন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
দুদকের মুখপাত্র প্রণব কুমার জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে দুদক দৃঢ়প্রতিজ্ঞ। যদি কোনো গাড়িতে দুদকের লোগো ব্যবহার করা হয় তাহলে সবাইকে ০১৭১১৬৪৪৬৭৫ নম্বরে ফোন করে কমিশনকে জানানোর অনুরোধ করা হলো।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দাফতরিক আদেশে দুদকের লোগো ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে দুদক সক্রিয় রয়েছে। আমরা আশা করছি, আর কেউ দুদকের লোগো ব্যবহার করবে না। যদি কেউ ব্যবহার করে তাহলে কমিশন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।
মতামত দিন