স্কুলের টিফিনের খরচ বাঁচিয়ে বছরখানেক ধরে মাটির ব্যাংকে সন্তর্পণে খুচরা পয়সা জমিয়ে আসছিল রমনা এলাকার সেন্ট মেরি ইনটারন্যাশনাল স্কুলে স্ট্যান্ডার্ড টু’র শিক্ষার্থী সিয়াম।
নানা ও দাদার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে বড় হয়েছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সিয়াম। সেই থেকে জন্ম নিয়েছে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির প্রতীক ‘নৌকা’ কিনতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অনেক দিনের জমানো খুচরা পয়সায় ভরা মাটির ব্যাংকটি তুলে দিয়েছে সে।
স্কুলের টিফিনের খরচ বাঁচিয়ে বছরখানেক ধরে মাটির ব্যাংকে সন্তর্পণে খুচরা পয়সা জমিয়ে আসছিল রমনা এলাকার সেন্ট মেরি ইনটারন্যাশনাল স্কুলে স্ট্যান্ডার্ড টু’র শিক্ষার্থী সিয়াম।
বুধবার (১৯ ডিসেম্বর) সে সাংবাদিকদের জানায়, জমানো টাকা দিয়ে নৌকা কিনতে দিয়েছি। সেই নৌকায় করে ভোট চাইবেন মন্ত্রী। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকালে ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তাদের বাসায় গেলে ব্যাংকটি তার হাতে তুলে দেয় সিয়াম।
সিয়ামের বাবার নাম শেখ মো. খায়রুজ্জামান। তাদের বাসা রাজধানীর মগবাজার এলাকায়। নানা মো. ইসলাম একজন মুক্তিযোদ্ধা।
শিশুটির মা নিপা বেগম বলেন, নানা ও দাদার কাছ থেকে ছোটবেলা থেকে সিয়াম মুক্তিযুদ্ধের গল্প শুনত। তারপর থেকেই আওয়ামী লীগ ও নৌকাকে ভালবাসতে শুরু করে সে। গত বছর থেকে মাটির ব্যাংকে টাকা জমাতে শুরু করে।
নিপা বেগম বলেন, সিয়ামের বিষয়টি জানতে পেরে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বাসায় এসে উপস্থিত হন। তখনই শখের মাটির ব্যাংকটি তার হাতে তুলে দেয় সিয়াম।
দলের ক্ষুদে ভক্তের ভালোবাসার প্রতি যথার্থ সম্মান জানিয়েছেন মন্ত্রী। উপহার হিসেবে তিনিও সিয়ামকে দিয়েছেন শত শত চকলেট।
সিয়ামের ভালোবাসাকে মনে থাকার মতো দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন তিনি।
মতামত দিন