গত ৬ নভেম্বর মন্ত্রীপরিষদের নিয়মিত বৈঠকে ৪ টেকনোক্র্যাট মন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের নির্দেশ দেন
প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র দাখিল করা চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার (৯ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন বলে বাংলা ট্রিবিউনের একটি খবরে বলা হয়েছে।
এই চার টেকনোক্র্যাট মন্ত্রী হলেন ধর্ম বিষয়ক মন্ত্রী মতিউর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার
এপ্রসঙ্গে মন্ত্রীপরিষদ সচিব জানান, “চার টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। রাত দশটার মধ্যেই এই সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে”।
প্রজ্ঞাপন জারির আগে চার মন্ত্রীর পদত্যাগপত্রে সম্মতি জ্ঞাপন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর প্রেক্ষিতে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর মন্ত্রীপরিষদের নিয়মিত বৈঠকে ৪ টেকনোক্র্যাট মন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের নির্দেশ দিলে ৪ মন্ত্রী ওই দিনই আলাদাভাবে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দেন। এই ঘটনার এক মাসেরও বেশি সময় পর তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হলো।
উল্লেখ্য, এই চার মন্ত্রীর পদত্যাগের পর বর্তমানে মন্ত্রীসভায় মন্ত্রীর সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। এছাড়াও, মন্ত্রীপরিষদে বর্তমানে ১৭ জন প্রতিমন্ত্রী, দুইজন উপমন্ত্রী থাকবেন।
মতামত দিন