সংঘবদ্ধ চোরেরা বাড়ির দেয়াল টপকে ভিতরে গিয়ে ঘরের গ্রিল কেটে, দড়জার ও আলমারির তালা ভেঙে আটভরি স্বর্ণ ও নগদ ৯৫ হাজার টাকা নিয়ে যায়
টাঙ্গাইলের কালিহাতীতে দিনে-দুপুরে এক দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমায় ঢাকা-ভূঞাপুর সড়ক সংলগ্ন সুলতান মাহমুদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
সুলতান মাহমুদ জানান, আমাদের গ্রামের এক লোক মারা যাওয়ায় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তার জানাযা ও দাফনকাফনের কাজে ব্যস্ত ছিলাম। পরিবারের অন্যরাও এ সময় বাড়িতে ছিল না। এই সুযোগে সংঘবদ্ধ চোরেরা বাড়ির দেয়াল টপকে ভিতরে গিয়ে ঘরের গ্রিল কেটে, দড়জার ও আলমারির তালা ভেঙে আটভরি স্বর্ণ ও নগদ ৯৫ হাজার টাকা নিয়ে যায়।
কালিহাতী থানায় জিডি করার পর বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।
সুলতান মাহমুদের স্ত্রী পালিমা গোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম বলেন, অবশ্যই জানাশুনা কোন চক্র এই চুরির ঘটনা ঘটিয়েছে। কারণ আমরা এই সময় কেউ বাড়িতে নেই, এটা অন্যকারো জানার কথা না।
মতামত দিন