তিনি কার্ডিফ বাংলা একাডেমীর পরিচালকের পদে দায়িত্বরত ছিলেন
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন যুক্তরাজ্যের কার্ডিফ বাংলা একাডেমির পরিচালক এবং কবি মুনিরা চৌধুরী (৩৯)।নিহতের যুক্তরাজ্য প্রবাসী ফুপাতো বোন রাশেদা আক্তার রবিবার এখবর নিশ্চিত করেছেন বলে বাংলা ট্রিবিউনের একটি খবরে বলা হয়েছে।
তিনি জানান, রবিবার দুর্ঘটনায় নিহত হয়েছেন মুনিরা। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার কোন কারণ বের করতে পারেনি কার্ডিফ পুলিশ কর্তৃপক্ষ।
জানা যায়, মুনিরা যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও তার বাবা-মা বাংলাদেশের সংস্কৃতির আবহে রাখার জন্য তাকে বাংলাদেশে লেখাপড়ার উদ্দেশ্যে পাঠান। এরপর মুনিরা লেখালেখি শুরু করেন। তার বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। পরবর্তীতে তিনি কার্ডিফ বাংলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পান।
উল্লেখ্য, যুক্তরাজ্যে বাঙালী সংস্কৃতির চর্চায় মুনিরা চৌধুরীর বিশেষ অবদান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন